বাংলাদেশে করোনায় ঈদের দিনে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল, নতুন রোগী শনাক্ত ১৯৭৫
ঢাকা থেকে মহিবুর রহমান আদনানঃ করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০১ জন। এই সময়ে ১ হাজার ৯৭৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। করোনায় শনাক্তের সংখ্যার হিসাবে এটিই সর্বোচ্চ।
এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৩৩ হাজার ৭১২ জন এবং মারা গেলেন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।
5,325 total views, 1 views today