সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের করোনা ভাইরাসে মৃত্যু
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ রাজধানীর সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সানবিমস স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবদুল কাদের বলেন, ‘বেশ কয়েকদিন ধরে নিলুফার মঞ্জুর করোনায় আক্রান্ত ছিলেন। আজ ভোরে আমরা খবর পেলাম, তিনি আর নেই। শুনেই মনটা অনেক ভেঙে পড়েছে। এ ব্যাপারে পরে সম্ভব হলে আপনাদের বিস্তারিত জানানো হবে। নিলুফার মঞ্জুরের স্বামী সৈয়দ মঞ্জুর এলাহীও করোনার উপসর্গ নিয়ে বাসায় হোম আইসোলেশনে আছেন।
নিলুফার মঞ্জুরের মৃত্যুতে চারদিকে শোক নেমে এসেছে। স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের বলছিলেন, ‘এই খবর শোনার পর থেকে পুরো স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত।’ এ ছাড়া নিলুফারের মৃত্যুতে তাঁর স্কুলের সাবেক শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
নিলুফার মঞ্জুর বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।
5,032 total views, 1 views today