ক‌রোনা উপসর্গ নি‌য়ে এড‌ভো‌কেট শওকত হো‌সে‌ন অপুর মৃত্যু

 ঢাকা থে‌কে ম‌হিবুর রহমান আদনান: ক‌রোনার উপসর্গ নি‌য়ে ঢাকা জর্জ কো‌টের সি‌নিয়র এড‌ভো‌কেট শওকত হো‌সেন অপু (৫৫) মারা গে‌ছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।           
আজ মঙ্গলবার (২৬ জুন) ঢাকার সিএমএইচ হাসপাতা‌লে মৃত্যু বরণ ক‌রে‌ছেন। শ‌ওকত হো‌সে‌নের মৃত্যুর বিষ‌য়ে ইউ‌রো সমাচার‌কে  নি‌শ্চিত ক‌রে‌ছেন তার খালাতো বোন শাহনাজ না‌র্গিস।                  
তি‌নি জানান, ক‌য়েকদিন পূর্বে এড‌ভো‌কেট শওকত হো‌সেন অপুর ক‌রোনা পরীক্ষা করা হ‌লেও রি‌পোর্ট নে‌গেটিভ আ‌সে, কিন্তু গত  দু`‌দিনে আবার অসুস্থ হ‌‌লে আজ সকা‌লে  তাকে সিএমএইচে নিয়ে যান এবং ওখানেই তি‌নি মারা‌ যান।                                                 
উল্লেখ্য, এড‌ভো‌কেট শওকত হো‌সেন অপু পি‌রোজপুর জেলার মা‌টিভাঙ্গা ক‌লে‌জের সা‌বেক প্রি‌ন্সিপাল লোকমান হা‌কি‌মের বড় ছে‌লে।
এদিকে এড‌ভো‌কেট শওকত হো‌সেন অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরো সমাচার সম্পাদক মাহবুবুর রহমান ।এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

 5,740 total views,  1 views today