ঝালকাঠি জেলায় সর্বমোট আক্রান্ত সংখ্যা ৪৪,মৃত্যু ২

 নিজস্ব সংবাদদাতা,বাধন রায়ঃ ঝালকাঠি  ২৯ মে ২০২০ ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১২ জন সুস্থ হয়েছে এবং ২ জন মৃত্যু বরণ করেছেন।                                                   

ঝালকাঠি জেলায় শুক্রবার পর্যন্ত ৮৯৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং ৭৯১ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৪৪ জনের রিপোর্ট পজেটিভ ও ৭৪৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। জেলায় এ পর্যন্ত ১১৯১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১০৩৮ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১১৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

 4,925 total views,  1 views today