ভার্চুয়াল আদালতে প্রায় ২১ হাজার আসামির জামিন

 ঢাকা থে‌কে মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিনঃ  করোনাভাইরাসের কারণে চালু হওয়া ভার্চুয়াল আদালতে সারা দেশে গত ১০ কার্যদিবসে ২০ হাজার ৯৩৮ জনের জামিন হয়েছে। আবেদন নিষ্পত্তি হয়েছে সর্বমোট ৩৩ হাজার ২৮৭টি।                                                           

আজ শুক্রবার সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান অনলাইনকে জানান, সারা দেশের ভার্চুয়াল আদালত ২৮ মে পর্যন্ত ছিল। পরবর্তী সময়ে ভার্চুয়াল আদালত থাকবে কি না, তা আগামীকাল শনিবার ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হবে। সাইফুর রহমান জানান, ১১ মে থেকে শুরু হওয়া ভার্চুয়াল আদালতের কার্যক্রম চলে ২৮ মে পর্যন্ত। এ সময়ে ঈদ ও সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ কার্যদিবসে সারা দেশের আদালতে ২০ হাজার ৯৩৮ জনের জামিন হয়েছে। আবেদন নিষ্পত্তি হয়েছে সর্বমোট ৩৩ হাজার ২৮৭টি। সর্বশেষ ২৮ মে নিষ্পত্তি হয়েছে তিন হাজার ৮২টি আবেদন। অপরদিকে জামিন মঞ্জুর হয়েছে এক হাজার ৪৭৭ জনের।

করোনাভাইরাস মহামারি রোধ করতে আদালতের কার্যক্রম গত ২৬ মার্চ থেকে স্থগিত ছিল। তবে সাধারণ ছুটিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১১ মে আবার বিচারের কার্যক্রম শুরু হয়। ১০ মে হাইকোর্ট চলমান ছুটির দিনে জরুরি মামলাগুলো শুনানির জন্য তিনটি বেঞ্চ গঠন করে এবং জরুরি জামিন সম্পর্কিত মামলাগুলো শুনানির জন্য সংশ্লিষ্ট অধঃস্তন আদালতকে নির্দেশনা দেন।

আদালতকে ভিডিও কনফারেন্স এবং অন্যান্য ডিজিটাল সুবিধার মাধ্যমে বিচারের কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য ওইদিন রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি অধ্যাদেশ জারি করেন। পরে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করে জানায় যে, এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। গত ৭ মে মন্ত্রিসভা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভিডিও কনফারেন্স ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য অধ্যাদেশটির খসড়া অনুমোদন করে।                   

 5,117 total views,  1 views today