বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৪

 ঢাকা থেকে মহিবুর রহমান আদনান: বাংলাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৮ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৬৪ জন। আজ শনিবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মোট মারা গেছেন ৬১০ জন। মোটা আক্রান্ত হয়েছেন ৪৪৬০৮ জন। গত ২৪ ঘণ্টায় ৫০টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নয় ৯৯৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো দুই লাখ ৯৭ হাজার ৫৪ জনের। তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন, মোট সুস্থ হয়েছেন ৯৩৭৫ জন। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। জেলাভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৮ জনএবং অন্যান্য জেলার ১০ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৬ জন এবং বাড়িতে ২ জন। তিনি জানান, মৃতদের বয়স বিশ্লেষণে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন। ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬১০ জনের।                                         

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৫ হাজার ৫২৯ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ২ হাজার ৮৯০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 5,136 total views,  1 views today