করোনায় আক্রান্ত বাংলা‌দে‌শের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আইসিইউতে

ঢাকা থে‌কে ম‌হিবুর রহমান আদনান: বাংলা‌দে‌শের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।                                                                                                                                                               

আজ সোমবার (১ জুন) রাতে নাসিমের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিও অ্যান্ড ডিরেক্টর আল ইমরান চৌধুরী। তিনি বলেন, ‘সোমবার দুপুর ১২টার সময় শ্বাসকষ্ট নিয়ে উনি (নাসিম) হাসপাতালে আসেন। এরপর করোনা উপসর্গ দেখতে পাওয়ায় তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।’ আল ইমরান চৌধুরী আরও বলেন, বর্তমানে নাসিম সাহেব আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।’ তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয় ইউ‌রো সমাচার‌কে জানান, আজ শ্যামলীতেই থাকবেন। দরকার হলে তাকে আগামীকাল সিএমএইচ এ নেওয়া হবে। প্রধানমন্ত্রী সিএমএইচ এ বলে দিয়েছেন। বাংলা‌দে‌শের জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।                             

২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মন্ত্রিসভায় না থাকলেও পরের মেয়াদে তাকে স্বাস্থ্যমন্ত্রী করেন শেখ হাসিনা। নাসিমের সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ মালেক এই সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয় সামলাচ্ছেন।

 6,040 total views,  1 views today