“অদেখা দানব”-কবি মহিউদ্দিন হারুন
অদেখা দানব
সমিরন সমুদ্র দূর উপকূল,
মধ্য পথে দিশাহারা মানুষ আশরাফুল;
হাঠাৎ এসে হানা দিল মহা করোনা,
কেমনে সামাল দেবে নেই ধারনা!
অত্যাচারি শাসক যারা সুজন কূজনে,
নিজেকে সামলাতে তারাও নির্জনে;
ফানুষ ক্ষমতা নিয়ে করেছিল বড়াই,
বুঝে গেছে তাদেরও কোন সাধ্য নাই!
কখন হানা দেয় সূক্ষ্ম অদেখা দানব,
করুন করোনায় ঘর বন্দী মানব।
সারিবদ্ধ লাশ ঝরিতেছে লোনা জল,
আবেগী কষ্ট বুকে নাই কোন ছল।
লিলুয়া বাতাস মানবতা হইতেছে উজাড়,
প্রভু ছাড়া প্রিয় আর নাই কেহ বুঝার;
বাবার মৃত মূখ খানি কে আর দেখে?
বিদায় হয়না স্বামীর আঁচলে আদর মেখে।
মায়ের হৃদয় খানা পাথরে চাপ,
অদুরে বিলাপে প্রভু করে দিও মাপ!
প্রমান করিতে চাই রূপক মহামারি,
কেহ কিন্তু কারো নয় যেতে হবে ছাড়ি।
হাশরের ইশারাটা রটিয়াছে ধরাধামে,
সেদিন স্রোত নদী বহিবে তার ঘামে;
চিনিবেনা কে আপন প্রিয় কোন নামে,
ছিল কি কাহারো কেহ সর্বোচ্চ দামে?
মসজিদের রবের কাছেই সব ক্ষমতা,
যাহাই যেথা করিয়াছিস সব অযথা।
5,514 total views, 1 views today