লালমোহনে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভোলা থেকে,ব্যুরো চীফ রিপন শানঃ বেপরোয়া এবং অসতর্ক বাইকচালনা ভরদুপুরে কেড়ে নিয়েছে তরতাজা যুবকের প্রাণ । ভোলার লালমোহনে দুই মটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে রুবেল ( ২৩ ) নামের একজন নিহত হয়েছে। ৮জুন২০২০ সোমবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের আলম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন ,রাকিব ( ২২ ),জাকির ( ৩৫ ) ও খোকন চন্দ্র কবিরাজ ( ৪৫ )।
এদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, লালমোহন হাসপাতালে প্রথমিক চিকিৎসা দিয়ে,তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভালো সদর হাসপাতালে রেফার করা হয়েছে । এবিষয়ে লালমোহন থানার এসআই সায়েদুর রহমান জানান , খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে আসা হয় । এসময় হাসপাতালেই একজন মারা যান । বাকিদের আবস্থাও গুরুতর হওয়ায় ভালো সদর হাসপাতালে পাঠানো হয় ।এবিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
4,903 total views, 1 views today