ঝালকাঠি জেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে
ঝালকাঠি থেকে,নিজস্ব সংবাদদাতা বাধন রায়ঃ ঝলকাঠি জেলায় কৃষকদের কাছ থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। জেলার ৪টি উপজেলায় খাদ্য বিভাগকে ১৫শ মে.টন ধান ক্রয় লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। খাদ্য বিভাগ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে লটারীর মাধ্যমে ১৫শ মে.টন ধান ক্রয় এর জন্য তালিকা ভুক্ত ১৫শ জন কৃষক নির্বাচন করেছে। ১জন কৃষক সর্বচ্চ ১ মে.টন ধান বিক্রয় করতে পারবেন। খাদ্য বিভাগের গোডাউনে সর্ব নিম্ন ১৪% আদ্রতা থাকা ধান ২৬টাকা কেজি দরে সরকার ধান ক্রয় করছে। কৃষকের ধানের ন্যায্য মূল্য প্রাপ্তির পাশা-পাশি অভ্যান্তরিন খাদ্য চাহিদা পূরণের জন্য এই ধান ক্রয়। সরকারী গোডাউনে ধান বিক্রী করার পর খাদ্য বিভাগ কৃষককে তার ব্যাংক একাউন্টে টাকা পরিশোধ করছে।
লটারী প্রাপ্ত কৃষকরা এই দামে ধান বিক্রি করতে পেরে সন্তোষ প্রকাশ করেছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠির খাদ্য গোডাউনে ধানক্রয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজি আক্তার। এ সময় খাদ্য বিভাগের জেলা নিয়ন্ত্রক আব্দুস সামাদসহ খাদ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
4,110 total views, 1 views today