ভোলার,চরফ্যাশনের মেয়ে ডাঃ মীম নিরলসভাবে ছুটে চলছে করোনা যুদ্ধে

 লালমোহন থেকে তপতী সরকারঃ করোনা যুদ্ধে চরফ্যাশনের মেয়ে ডাঃ অর্পিতা সরকার মীম ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিরলসভাবে ছুটে চলছে করোনা আাক্রান্ত রোগীর সেবায়। ডাঃ মীম চরফ্যাশন পৌরসভার প্রথিতযশা ইংরেজির শিক্ষক বাবু অশ্বিনী কুমার সরকারের নাতনী। তার বাবা সত্য রঞ্জন সরকার অতিরিক্ত পরিচালক ( অবঃ), খামার বাড়ি,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মা গীতা বিশ্বাস, এসিস্ট্যান্ট প্রফেসর ( অবঃ), উদ্ভিদ বিদ্যা, চরফ্যাশন সরকারী কলেজ। সত্য রঞ্জন সরকার এবং গীতা বিশ্বাসের তিন কন্যা সন্তানের মধ্যে অর্পিতা সরকার মীম সবার ছোট।                                    

মীম ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ঢাকা মেডিকেল কলেজে অনারারী মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছে, এরপর সে আল্ট্রাসাউন্ডের উপর ডিপ্লোমা করে এবং গতবছর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যোগদান করেন। মীম চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি এবং চরফ্যাশন সরকারী কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকার পথে পাড়ি দেন।                    

ডাঃ মীমের জীবন সঙ্গী প্রদীপ রায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশ শাখার রিজিওনাল ম্যানেজার পদে কর্মরত আছেন। বর্তমানে ডাঃ মীম রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনাযোদ্ধা হিসেবে জনে জনে চিকিৎসা সেবায় নিরলসভাবে ছুটে চলছে। সে যেন করোনা যুদ্ধে জয়ী হয়ে ভবিষ্যতে আরও সুনাম অর্জন করতে পারে সেজন্য সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।

 

 5,224 total views,  1 views today