পাবনায় করোনা উপসর্গে তিনজনের মৃত্যু, আক্রান্ত পুলিশ সুপার

 ঢাকা থে‌কে মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিনঃ গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে। মৃত ৩ জনের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। সিভিল সার্জনের অফিস সূত্রে জানা যায়, মৃতব্যক্তিরা নিজ নিজ বাড়িতে জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।                                                     

এদিকে জেলার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের করোনা শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার জন্য সম্প্রতি তিনি ঢাকায় নমুনা দেন। গতকাল শুক্রবার তাঁর পজিটিভ রিপোর্ট আসে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) আরো ১১ পুলিশের করোনা শনাক্ত হয়। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন।

 5,074 total views,  1 views today