ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন,প্রতিবাদ সভা ও মানববন্ধন।
ঝালকাঠি থেকে, নিজস্ব সংবাদদাতা,বাধন রায়ঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সকাল ১০টায় আওরাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকীবের বিভিন্ন সরকারি-বেসরকারি সহায়তা ও ত্রাণে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বানিজ্যের বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন, প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকরেন আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা। এ সময়বক্তব্য রাখেন কাঠালিয়া উপজেলা সাবেক আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক জমাদ্দার, আওরাবুনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনের সড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন তারা। বক্তরা সকলে আওরাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকীব সাধারন মানুষের জন্যে বরাদ্দকৃত সরকারি ও বেসরকারি সহায়তা, ত্রাণসামগ্রী, ঈদ উপহার, গৃহহীনদের ঘর প্রদান, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ২৫০০/- টাকা, বয়স্ক ভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতা, মাতৃত্বকালীনভাতা, জেলেদের ভাতা, ভিজিডি, ভিজিএফ, টি,আর, কাবিখা, কাবিটা, এলজিএসপিসহ সকল প্রকল্প কর্মসূচিতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য চালিয়ে আসছেন। ফলে ইউনিয়নের সাধারণ জনগণ অতিষ্ঠ হয়ে উঠেন এবং তার বিরুদ্ধে গত ০৬/০৬/২০২০ ইং তারিখ জাঙ্গালিয়া গ্রামে ত্রাণ বঞ্চিতরা মানববন্ধন করেন।
আমরা বীর মুক্তিযোদ্ধা ও মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শের সৈনিক হিসেবে চেয়ারম্যানের এ অপকর্মের তীব্র নিন্দা ও তদন্তপূর্বক সুষ্ঠ বিচার দাবি করছি। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভূপেন ডাক্তার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহারুম মাস্টার, সাধারণ সম্পাদক ইউসুফ খান, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ জলিল, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বেলায়েত দর্জি, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রব, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক তোতা মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ প্রমূখ।
5,130 total views, 1 views today