বাংলাদেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৩১৪১

 ঢাকা থেকে মহিবুর রহমান আদনান: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ৩১৪১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।                                                          

আজ রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, কোভিড-১৯ এ মোট মারা গেছেন ১১৭১ জন। আক্রান্ত হয়েছেন ৮৭৫২০ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে ১৪৬৯০ জনের। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৪৫০৫ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৬৫                   

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন, মোট সুস্থ হয়েছেন ১৮৭৩০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। এর আগে শনিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিল ২ হাজার ৮৫৬ জন, মারা যায় ৪৪ জন। তার আগের দিন শুক্রবার কোভিডে আক্রান্ত হয় ৩ হাজার ৪৭১ জন, মৃত্যু হয় ৪৬ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

 5,434 total views,  1 views today