বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই আইনজীবীর করুণ মৃত্যু
ঢাকা থেকে মোঃ সোয়েব মেজবাহউদ্দিনঃ ঢাকা আইনজীবী সমিতির সদস্য সিরাজুল ইসলাম মল্লিকের (৪৮)করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। আজ রবিবার ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় এই আইনজীবীর। তার মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নাড়িয়া উপজেলার চানতা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুরে থাকতেন সিরাজুল ইসলাম। ঢাকা আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক এইচ এম মাসুম বলেন, একজন মুমূর্ষু রোগীকে নিয়ে সারারাত ঘুরেও হাসপাতালে ভর্তি করতে না পারাটা দুর্ভাগ্যজনক। শেষ পযর্ন্ত অ্যাম্বুলেন্সেই আমাদের এ সহকর্মীর করুণ মৃত্যু হয়েছে। আমরা তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।
গত ৮/৯ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল শনিবার রাতে হঠাৎ তার পেটে সমস্যা দেখা দিলে তাকে মিরপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও সফল হয়নি পরিবার। সবশেষে অ্যাম্বুলেন্সেই এ আইনজীবীর মৃত্যু হয়।
4,824 total views, 1 views today