সিলেটের সাবেক মেয়র কামরানের ক‌রোনায় মৃত্যু,ইউরো সমাচারের সম্পাদকের শোক প্রকাশ

 ঢাকা থে‌কে মোঃ সো‌য়েব মেজবাহউদ্দিনঃ  করোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।                                                             

গত ৫ জুন প্রথম সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও ৬ জুন সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরে অবস্থা সংকটাপন্ন হওয়াতে তা‌কে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

এদিকে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান এর মৃত‌্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইউরো সমাচার সম্পাদক মাহবুবুর রহমান । এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

 5,209 total views,  1 views today