ঝালকাঠিতে নিরাপদ খাদ্য বিষয়ে ১ দিন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,বাধন রায় ঝালকাঠিঃ ঝালকাঠি সদর হাসপাতালে সভা কক্ষে নিরাপদ খাদ্য সংক্রান্ত বিষয় দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান এর সভাপতিত্বে কর্মশালায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাফর আলী দেওয়ান ও ডা. মিতু দেবনাথ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।                               

মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। নিরাপদ খাদ্যের বিভিন্ন বিষয়ের উপর আলোচিত হয়েছে। এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির বিষয়ে জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিদের তদারকী করার আহবান জানানো হয়েছে। জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের ২২জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহন করেছে।              

অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপনণ করার ক্ষেত্রে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্র রাখেন পৌর কাউন্সিলর তরুণ কর্মকার, হাফিজ আল মাহমুদ, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি মানিক রায়, টিআইবির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, সেনেটারী ইন্সেপেক্টর আব্দুর রব, শিক্ষক তরুণ কুমার শীল ও ধ্রুব এ্যাডভাটাইজিং এর কর্মকর্তা হানিফ হোসেন। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফ স্টাইল হেলথ এন্ড এডুকেশন প্রমোশন ব্যুরো ধ্রুব এ্যাডভাটাইজিং এর সহযোগীতায় এই কর্মশালার আয়োজন করেছে।

 5,026 total views,  1 views today