খুলনার বাগেরহাটের ম্যাটস এর অধ্যক্ষ ও বিএমএর আজীবন সদস্য হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি,বাধন রায়ঃ খুলনায় বাগেরহাটের ম্যাটস এর অধ্যক্ষ ও বিএমএর আজীবন সদস্য মোঃ আঃ রকিব খানকে সন্ত্রাসীরা হত্যা করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ২১ জুন রবিবার বেলা ১২টায় সদর হাসপাতালের সামনে জেলা বিএমএর উদ্যোগে চিকিৎসক ও নার্সরা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। এই হত্যার ঘটনায় জরিতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন হয়েছে।
মানববন্ধন চলাকালে বিএমএ ঝালকাঠি জেলা শাখার সহসভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা , সাধারণ সম্পাদক পবিত্র কুমার দেবনাথ, ঝালকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুয়াল হাসান ও সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.জাফর আলী দেওয়ানসহ চিকিৎসকরা বক্তব্য রাখেন।
5,041 total views, 1 views today