অস্ট্রিয়ায় মাদকদ্রব্য ব্যবসায়ের সাথে জড়িত থাকার অপরাধে ১৬ জন ইরানি শরণার্থী গ্রেফতার!

 অন লাইন ডেস্ক থেকে, কবির আহমেদঃ অস্ট্রিয়ান পুলিশ ইরান থেকে আসা শরণার্থীদের একটি গ্যাং এর অনৈতিক তৎপরতা সমূলে উদঘাটন করেছে যারা মাদকদ্রব্যের বিভিন্ন ব্যবসায় জড়িত ছিল।

অস্ট্রিয়ার Oberösterreich প্রদেশের পুলিশের গোয়েন্দা বিভাগ রাজধানী ভিয়েনা প্রদেশের পুলিশের সহযোগিতায় Wels, Linz ও ভিয়েনার ১৩টি বাড়িতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে,এক ইরানি দম্পতি এই মাদকদ্রব্য ব্যবসায়ের চক্রটি পরিচালনা করতেন। তারা রাজধানী ভিয়েনা সহ সমগ্র অস্ট্রিয়ায় মাদকের এই নেটওয়ার্ক পরিচালনা করতেন।                       

ইরানি দম্পতি পুলিশের কাছে স্বীকার করেছে যে তারা এই পর্যন্ত ১৮ কিলো বিপজ্জনক ড্রাগস যেমন হেরোইন,চরস,গাঁজা ইত্যাদি গ্রাহকদের নিকট দেড় মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করেছে এবং তারা এর থেকে নেট এক মিলিয়ন(দশ লক্ষ) ইউরো মুনাফা করেছে।                 

গত নভেম্বর মাসে Oberösterreich পুলিশ দুইজন ইরানিকে মাদকদ্রব্য বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করার পর বিষয়টি পুলিশের নজরদারিতে আসে। পুলিশের নিকট প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান দ্রুত আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তারা এই মাদকদ্রব্যের ব্যবসায় জড়িয়ে পড়েন।

 

অস্ট্রিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন অনুযায়ী এদের প্রত্যেকের ১৫ বৎসরের সাজা হওয়ার সম্ভাবনা আছে। তাদের থেকে যারা মাদকদ্রব্য ক্রয় করতেন এই রকম ৬৫ জন ক্রেতাকে অস্ট্রিয়ার বিভিন্ন প্রদেশে সনাক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে ।  

 5,489 total views,  1 views today