বাংলাদেশে করোনায় ৫৫ জনের মৃত্যু,শনাক্ত ৩০২৭
ঢাকা থেকে, মহিবুর রহমান আদনান : বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩০২৭ জন। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২১৫১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন। মৃতদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৬ জন বাসায় ১৫ এবং মৃত অবস্থায় হাসপাতালে গেছেন ৪ জন। ঢাকা বিভাগে ২৭ জন চট্টগ্রামের ১২ জন, এবং অন্যান্য বিভাগের ১৬ জন। এপর্যন্ত মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ১ হাজার ৭০৩ জন এবং নারী ৪৪৮ জন। তিনি আরও জানান, বয়স ভিত্তিক বিশ্লেষণ তিনি জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন। অধ্যাপক ডা. নাসিমা জানান, ঢাকা ও ঢাকার বাইরে মোট ৭৪ ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ১৩৪৯১ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১৩১৭৩ জনের পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০ জনের। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৫৩ জন, মোট সুস্থ হয়েছেন ৭৮১০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনের নেওয়া হয়েছে ৮০২ জনকে। বর্তমানে আইসোলেশনের আছেন ৩২ হাজার ৩৫১ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭২৩ জন, এ পর্যন্ত মোট ছাড় পেয়েছেন ১৫ হাজার ৪৭৮ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৬ হাজার ৮৭৩ জন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
5,311 total views, 1 views today