ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে ২৬ জন, আক্রান্ত মৃত্যু ২

বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলায় বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে ২৬ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠির সদর উপজেলায় পুলিশ কর্মকর্তা মোশারফ হোসেন ও রাজাপুর উপজেলায় মোঃ কাওসারসহ ২জন মুত্যু রেকর্ড করা হয়েছে এ নিয়ে জেলয়া মৃত্যুর সংখ্যা ১২ জন। এরা ইতোপূর্বে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করলে তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত ২৮৯ জন আক্রান্ত। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ১৩০ জন সুস্থ হয়েছে ।                                        

সর্বশেষ আক্রান্ত ব্যাক্তি হলেন সদর উপজেলায় কামরুল ইসলামা(৩৫), সৈয়দ রিয়াজুল ইসলাম(৪৫), রফিকুল ইসলাম(৩১) ফিরোজ সিকদার(৩৫, রাছেল মিয়া(৩১) পৌর এলাকার জান্নাতুল ফেরদৌস(২২), হাবিবুর রহমান(৩৯), বুসরা(৪০), হোসনেয়রা বেগম(৫২) , নলছিটি উপজেলায় হোসনেয়ারা বেগম(৬৫) মেহেরুন্নেছা(৩৪) মোতালেব তালুকদার(৭০) হুমাযূন করিব(৭০) নজরুল ইসলাম(৪৪), মোঃ উজ্জল(৪২), মেহেদী হাসান(৪০), আঃ মালেক(৬০), মোঃ ওয়াহেদুল(৩৪), রাজাপুর উপজেলার ব্যাংক কর্মকর্তা সুভ্রত মন্ডল(৩৫), মোঃ সোরাফ(৬০), মোঃ মাহতাব(২৬), মোঃ আলাউদ্দিন(৫৬), তন্ময় বিশ্বাস(২৪), মোঃ ইব্রাহিম(৬৫), কাঠালিয়া উপজেলায় ব্যাংক কর্মকর্তা আঃ রহমান(৪৯), মিসেস রুমি আক্তার(২৬)।                                                   

এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৯২ জন, নলছিটি উপজেলায় ৯০ জন, রাজাপুর উপজেলায় ৭১ জন, ও কাঠালিয়া উপজেলায় ৩৭ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ১৮৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ১৬৭৫ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ২ জনের রিপোর্ট পজেটিভ ও ১৩৮৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে । জেলায় এ ‘পর্যন্ত ১৩৭৩ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১৩২০জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৫৩ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।

 5,176 total views,  1 views today