বাংলা‌দে‌শে ক‌রোনায় ৪১ জ‌নের মৃত্যু,শনাক্ত ৩৩৬৯

 ঢাকা থে‌কে, ম‌হিবুর রহমান আদনান: বাংলা‌দে‌শে গত ২৪ ঘন্টায় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে আরও ৪১ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় নতুন ক‌রে ৩৩৬০ জন রোগী শনাক্ত হ‌য়ে‌ছে। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  

তিনি জানান, কোভিডে মোট মারা গেছেন ২২৩৮ জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন। মৃতদের মধ্যে ২৯ পুরুষ ও ১২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। চট্টগ্রাম বিভাগের ১৪ জন এবং ঢাকা বিভাগের ১২ জন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাসায় মারা গেছেন তিন জন। মৃত্যুদের বয়স বিশ্লেষণ করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয় জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে থেকে ২০ বছরের মধ্যে এক জন এবং শূণ্য থেকে ১০ বছরের মধ্যে একজন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৮৬২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছেন ১৫ ৬৩২ জনের। মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ চার হাজার ৭৮৪ জনের। শনাক্তের হার ২১ দশমিক ৪৯ শতাংশ।                           

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭০৬ জন, মোট সুস্থ হয়েছেন ৮৪৫৪৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৭৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৬৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৩৪ হাজার ২২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৭ হাজার ৬৭ জন।                         

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। বাংলাদেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।                                        

 5,046 total views,  1 views today