বাংলাদেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু,শনাক্ত ৩০৯৯
ঢাকা থেকে,মহিবুর রহমান আদনান: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩০৯৯ জন রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, কোভিডে মোট মারা ২৩৯১ গেছেন জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মৃতদের ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন এবং বাসায় ৫ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৯ জন চট্টগ্রামের ৫ জন, সিলেটের ২ জন, রংপুরের ২ জন ময়মনসিংহের ১ জন, খুলনায় ৭ জন এবং বরিশাল বিভাগের ৩ জন। বয়স বিশ্লেষণে করে ডা. নাসিমা সুলতানা জানান, ‘০ থেকে ১০ বছর ১ জন, ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ বছর ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ১৩ জন, ৬১ থেকে ৭০ বছর ১১ জন, ৭১ থেকে ৮০ বছর ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’ তিনি আরও জানান, ৭৭ ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০৩ জন, মোট সুস্থ হয়েছেন ৯৮৩১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
7,127 total views, 1 views today