মন্ত্রী-আমলারাই সাহেদ-সাবরিনাদের পৃষ্টপোষক:মোমিন মেহেদী

ঢাকা থেকে, নিজস্ব সংবাদদাতাঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন  মেহেদী বলেছেন, ক্যাসিনো সম্রাট-আবাসিক পাপিয়া আর দুর্নীতিবাজ সিকদার গ্রুপের মন্ত্রী-আমলারাই সাহেদ-সাবরিনাদের পৃষ্টপোষক। দুর্নীতিগ্রস্থ মন্ত্রীরাই সকল দুর্নীতিবাজ-জঙ্গী-অবৈধ টাকার মালিকদের জন্মদাতা। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে ৪৯ বছরে যত বড় বড় অপরাধী-দুর্নীতিবাজ-জঙ্গীদের জন্ম হয়েছে, সব কেবলমাত্র দুর্নীতির কারণেই হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় ওবায়দুল কাদেরও এই সাহেদেও মত অনেকের সাথে ছবি তুলে ধন্য হয়েছেন, যা জাতিকে কেবল বেদনাহতই করেনি; করেছে চরমভাবে বিপদগ্রস্থও। এমতবস্থায় সাহেদের সাথে যে মন্ত্রীরা ছবি তুলেছেন, সকল মন্ত্রীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবী জানাচ্ছি।

১৩ জুলাই সকাল ১০ টায় ধারার দলীয় কার্যালয়ে ভাইস চেয়ারম্যান মওলানা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘করোনা এবং বন্যা : নতুনধারার কর্ম পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় ধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূর আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।  

 6,226 total views,  1 views today