শেখ হাসিনার নেতৃত্বে দুর্নীতিবিরোধী যুদ্ধে যাবার প্রত্যয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের

 রিপন শান,ব্যুরো চীফ বরিশালঃ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দাবির প্রেক্ষিতে ডাঃ সাবরিনাকে গ্রেফতার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ সহ সরকার কতৃক স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান  থাকায় ১৫ জুলাই ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি। সংবাদ সম্মেলনের মাধ্যমে অতি দ্রুত পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হবে- জানিয়েছেন সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান। 

গত ১২ জুলাই জাতীয় প্রেসক্লাব সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে ৪৮ ঘন্টার মধ্যে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ, জেকেজি গ্রুপের ডাঃ সাবরিনা গং সহ স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় আনার আল্টিমেটামের প্রেক্ষিতে বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে ইতিমধ্যে ডাঃ সাবরিনা কে গ্রেফতার করেছে এবং শাহেদকে গ্রেফতারের জোর তৎপরতা চালাচ্ছেলছে । পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ সহ দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করায় সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ।            

সরকার কতৃক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকায় ১৪ জুলাই অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও কর্মসূচি স্থগিত ও দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ও কর্মপরিকল্পনা প্রকাশ সহ দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী জনমত গঠনকল্পে সাংগঠনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার বিকাল ৫ টায় ধানমন্ডি ৩২ এ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড  আয়োজিত সমন্বয় সভায় সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ মাসুদ রানা মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টু, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি গোলাম রহমান লিখন, মুক্তিযুদ্ধ প্রজন্মের মাহাবুবুর রহমান মিলন, দীপাবলি, মোঃ আসাদুজ্জামান রনো, মোহাম্মদ মাসুম সহ মুক্তিযোদ্ধার সন্তানেরা। সভায় নেতৃবৃন্দ প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে অশেষ অভিনন্দন জানিয়ে তাঁরই চলমান দুর্নীতি বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 5,993 total views,  1 views today