১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে উত্তাল মেঘনায় ডুবে গেছে কার্গো জাহাজ এমভি ফারহানা মোনায়েম
রিপন শান, ব্যুরো চীফ বরিশালঃ নদীপথে দুর্ঘটনা ঘটেই চলেছে । এবার ১৩ হাজার বস্তা সিমেন্ট উত্তাল মেঘনায় ডুবে গেছে কার্গো জাহাজ । বরিশালের হিজলা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়ার উত্তাল মেঘনার মিয়ারচর এলাকায় সিমেন্ট বোঝাই এমভি ফারহানা মোনায়েম নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। ১৮ জুলাই শনিবার বিকেলে এ ঘটনায় জাহাজের ৯ শ্রমিক মাছধরা ট্রলারের সহযোগিতায় নিরাপদে উদ্ধার হয়েছেন। প্রচণ্ড ঢেউ ও স্রোতে জাহাজটি ডুবে বলে জানান ওই জাহাজের শ্রমিকরা।
এমভি ফারহানা মোনায়েম কার্গো জাহাজের মাস্টার আমিন হোসেন জানান, ১৩ হাজার বস্তা সিমেন্ট নিয়ে জাহাজটি শনিবার ভোরে নারায়ণগঞ্জ থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। বিকেলে হিজলা উপজেলার মিয়ারচর সংলগ্ন মেঘনা অতিক্রমকালে প্রচণ্ড ঢেউ ও স্রোতে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবোচরে আটকে যায়। এ সময় জাহাজের ডানদিক হেলে গিয়ে পানি ঢুকতে শুরু করে। এক পার্যায়ে সামনের অংশ ডুবে যায়।
ঘটনাস্থলে থাকা হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. মামুন জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা মাছধরা ট্রলারগুলো এগিয়ে গিয়ে ডুবে যাওয়া জাহাজের মাস্টার, সুকানি সহ ৯ জন শ্রমিককে উদ্ধার করেছে। ওই শ্রমিকরাা বর্তমানে মেঘনা নদীর তীরে অবস্থান করছেন। পুলিশের এই কর্মকর্তা বলেন, হতাহতের কোন ঘটনা না ঘটলেও জাহাজের সব মালামাল ডুবে গেছে। বিষয়টি বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের জানানো হয়েছে বলে জানিয়েছে সংবাদসুত্র।
5,507 total views, 1 views today