‘রাত্রির যাত্রী’ নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব ফেসবুক আইডি নিয়ে জটিলতায় ভুগছেন

ঢাকা থেকে, নিজস্ব প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নির্ভর হয়ে উঠেছে মানুষ। বিশেষ করে শোবিজ অঙ্গনের মানুষের সাথে সাধারণ ভক্ত অনুরাগীদের সেতু বলা হয় এই ফেসবুক কে। তবে মাঝেমধ্যেই এ নিয়ে বিড়ম্বনায়  পড়তে হয় অনেককে।

আর এবার এই ফেসবুক নিয়ে জটিলতায় ‘রাত্রির যাত্রী’ নির্মাতা হাবীবুল ইসলাম হাবীব। বিষয়টি নিয়ে তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন খোদ নিজেই।

নির্মাতা জানান, তার নাম ও ছবি দিয়ে কে বা কারা ফেসবুকে ভুয়া আইডি করে অনেকের কাছে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠাচ্ছে, মেসেজও দিচ্ছে। অনেকের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার (১৭ জুলাই) হাজারীবাগ থানায় গিয়ে জিডিও করে  এসেছেন রাত্রির যাত্রীর নির্মাতা হাবিবুল ইসলাম হাবীব। তার জিডি নম্বর ৭৫৩।

ভুয়া আইডির জন্য কেউ যেন কোনো ধরনের প্রতারণা কিংবা বিভ্রান্তের শিকার না হন, সেজন্য সচেতন থাকার আহ্বান জানান এই বিজ্ঞ নির্মাতা।

 6,128 total views,  1 views today