আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ১৪ দলের সমন্বয়ক নির্বাচিত হওয়ায় ঝালকাঠিতে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ১৪ দলের সমন্বয়ক নির্বাচিত হওয়ায় জেলা আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে ।
রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহআলমের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার ও নুরুল আমিন সুরুজ, সাংগঠনিক সম্পাদক শাম্মি মৌসুমি কেকা, শহর শাখার সভাপতি পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিল , যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও জেলা ছাত্র লীগ সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ বক্তারা বক্তব্য রাখেন ।
এই অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব লীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন
5,334 total views, 1 views today