কোরবানির ঈদকে সামনে রেখে বরিশাল শিশু পরিবারের এতিমদের পাশে ‘আভাস’
রিপন শান, ব্যুরো চীফ বরিশালঃ “আজ ঈদ । মদিনার ঘরে ঘরে আনন্দ । পথে পথে ছেলে মেয়েদের কলরব।”শিশুতোষ গল্পে বর্ণিত আনন্দের এই দৃশ্যপট হৃদয়ে লালন করে দক্ষিণ বাংলার স্বেচ্ছাসেবী মানবতাবাদী সংগঠন ‘আভাস’ ।
প্রতিবছরই দুটি ঈদে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মানবিক উদ্যোগ নিতে দেখা যায় উপকূলীয় জনপদের এই নন্দিত প্রতিষ্ঠানটিকে । মুসলিম জাহানের দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব ঈদ-উল-আযহা বা কোরবানির ঈদ। করোনাকালে ঈদের খুশি ভাগাভাগি করতে বরিশাল শিশু পরিবার এর এতিম শিশুদের জন্য কোরবানির পশু কেনার জন্য নগদ অর্থ বরিশাল জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল।
১৯ জুলাই রোববার বিকাল ৫ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের হাতে বরিশাল শিশু পরিবারের জন্য কোরবানির পশু ক্রয়ের নিমিত্তে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন আভাসের পরিচালক রহিমা সুলতানা কাজল।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাসের পরিচালকের নিকটাত্মীয় মোঃ জহুরুল হাসান সোহেলসহ আরো অনেকে। এর আগে একই বছর ঈদ-উল-ফিতরে শিশু পরিবারের ঈদের কেনাকাটার জন্য ৫০ হাজার টাকা জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন আভাস পরিচালক, জানিয়েছে সংবাদসুত্র ।
এসময় জেলা বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশালের মানুষ যেভাবে মানবিকতার পরিচয় দিচ্ছে তা আমাদের অনেকের জন্য অনুকরণীয়। সরকারের পাশাপাশি এভাবে সবাই এগিয়ে আসলে শিশু পরিবারের এতিম শিশুদের মুখে সবসময় হাসি ফুটে উঠবে।
5,922 total views, 1 views today