চরফ্যাশনে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণসহ অনান্য দাবীতে মানববন্ধন

 জাহিদুল ইসলাম দুলাল: ভোলার চরফ্যাশনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ, ভৌতিক মিটার বিল চার্জ বিড়ম্বনা, গ্রাহক হয়রানিসহ বিদ্যুৎ বিভাগের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

২৯ জুলাই ২০২০ বুধবার সকালে চরফ্যাশন বাজারের সদর রোডে ভোলা জেলা নাগরিক ফোরাম (বিডিসিএফ) দক্ষিণ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন চরফ্যাসন উপজেলায় দিনে গড়ে ২৫-৩০ বার বিদ্যুৎ যায়। সন্ধ্যায় বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্য চালানো যাচ্ছে না। ছেলেমেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। ঘন ঘন বিদ্যুতের আসা-যাওয়ায় বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী নষ্ট হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কঠোর আরও কঠোর আন্দোলন করা হবে। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল চরফ্যাশন উপজেলা প্রশাসন মোঃ রুহুল আমিন এর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করে।

মানববন্ধ অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র,  সভাপতি ইয়াছিন আরাফাত, চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মনির উদ্দিন চাষী, ভোলা জেলা অনলাইন অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ,কে এম গিয়াসউদ্দিন,  ভোলা (দক্ষিণ) বিডিসিএফ সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক ইয়াহ ইয়া ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ  সহ বিভিন্ন শ্রেণির মানুষ এ মানববন্ধনে আংশগ্রহন করেন।                                 এছাড়াউক্ত মানববন্ধনে চরফ্যাসন বাজার ব্যবসায়ী সমিতি, চিলেকোঠা, জলবায়ু ফোরামসহ কয়েকটি সামাজিক সংগঠন ও অংশগ্রহণ করেন।

 5,508 total views,  1 views today