একাত্তরের ঘাতকের পৌত্র শাহ আলী ফরহাদকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড
রিপন শান, ব্যুরো চীফ বরিশালঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পিস কমিটির সেক্রেটারি ও পরবর্তীতে সভাপতি যে লোকটি ১৯৭১ সালে ১১ রমজান ৭৪ জন মানুষকে হত্যার নেতৃত্ব দিয়েছে- তার নাম ফয়েজ আহমেদ খন্দকার । ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলের মুক্তিযোদ্ধারা জানিয়েছেন- বীরশহীদের বধ্যভূমির উপর পেট্রলপাম্প এর সাইনবোর্ড বসিয়ে কবর দখল করেছে কুখ্যাত ঘাতক ফয়েজ আহমেদ খন্দকার সন্তান ফরহাদ হোসেন মাক্কি । সেই মাক্কির সন্তান শাহ্ আলী ফরহাদ কিভাবে জাতির জনক য়বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ সহকারী মনোনীত হলো , এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের এ রিসার্চ সেল ‘সিআরআই’ এর গুরুত্বপূর্ণ কর্তাব্যক্তি বনে গেল- এনিয়ে তীব্র শঙ্কা ও ক্ষোভ বিরাজ করছে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের মাঝে ।
একাত্তরের কুখ্যাত ঘাতকের নাতিকে অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ সহকারীর মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং মুক্তিযুদ্ধের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের রিসার্চ সেল থেকে অবিলম্বে অপসারণের দাবি তুলেছে- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান বলেন- এটা একটা কঠিন উদ্বেগ ও উৎকন্ঠার বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের প্রধান নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন। সেই দলের সভাপতি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সরকার প্রধান এবং আওয়ামী লীগ প্রধানের বিশেষ সহকারী পদটি কোনোভাবেই একজন স্বাধীনতাবিরোধীর নাতি ও বীরশহীদদের সমাধি দখলকারীর সন্তান ‘শাহ আলী ফরহাদ’ হতে পারেনা। যদি এটা বাস্তবায়ন করা হয়, তা বীরশহীদদের রক্তের সাথে বেঈমানী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার সাথে বিশ্বাস ঘাতকতা করা হবে বলে মনে করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধার সন্তানরা বিশ্বাস করে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে দেশ ও মুক্তিযুদ্ধের স্বার্থে অবশ্যই সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান আরো বলেন- মাননীয় প্রধানমন্ত্রী’র কার্যালয়ে নিয়োগদানের পূর্বে অবশ্যই দেশের সকল গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট দপ্তর কতৃক যাচাই বাছাই করে প্রতিবেদন পেশ করা হয়। তাহলে কীভাবে তথ্য গোপন করে স্বাধীনতাবিরোধী পরিবারের একজন মার্কামারা সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ পায় !!!- দেশ ও জাতির কাছে সবিনয়ে জানতে চাই।
5,621 total views, 1 views today