মানুষের খেদমতে সবসময় নিজেকে নিবেদিত রাখতে চান ভিপি মঈন তুষার

 রিপন শান,ব্যুরো চীফ বরিশালঃ দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ- সত্য প্রেম পবিত্রতার ধারকবাহক বরিশাল সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয় ‘বিএম কলেজ’ এর জনপ্রিয় ভিপি আলহাজ্ব মোঃ মঈন তুষার। বরিশাল থেকে প্রকাশিত ডিএফপি অনুমোদিত দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও প্রকাশক তিনি । বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মঈন তুষার

ছাত্রজীবন থেকেই মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা। রাজনৈতিক দক্ষতা ও আপসহীন নেতৃত্বের গুণে বিএম কলেজ ক্যাম্পাসকে  তৈরী করেছেন বাংলাদেশ ছাত্রলীগের ঘাঁটিতে। ছাত্রলীগ নেতা থেকে বিএম কলেজের ভিপি হয়ে নানান সামাজিক কর্মকাণ্ডের সৌরভে তাঁর ছাত্ররাজনীতির সুনাম ছড়িয়ে দেন গোটা বরিশালে । বরিশালের অকালপ্রয়াত কিংবদন্তী সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরনের বলিষ্ঠ নেতৃত্বের পরশ নিয়ে ক্রমশই এগিয়ে যান বিএম কলেজের ভিপি ভিপি মঈন তুষার।

ক্যাম্পাস থেকে সাবেক ভিপি সেন্টুর ক্যাডার বাহিনী ও জামাত শিবিরকে তাড়িয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌছান ভিপি মোঃ মঈন তুষার। ১৫আগস্ট জাতীয় শোক দিবসে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালনের বিরুদ্ধে বরিশাল বিএনপির অর্ধশত নেতাসহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দেশজুড়ে ব্যাপক আলোচনায় এসেছিলেন বিএম কলেজের ভিপি মঈন তুষার। বিএম কলেজ ক্যাম্পাসকে  মাদক ও ইভটিজিংমুক্ত করে গড়ে তুলেছিলেন শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ। সাধারণ  ছাত্রছাত্রীদের বই কেনা, পরীক্ষার ফী প্রদান, সেশন ফী  কমানো, হোস্টেলে থাকার ব্যাবস্থা করা, কোনো বিপদে ছাত্রছাত্রীর ফোন পেলে তাৎক্ষনিক ক্যাম্পাসে এসে ব্যবস্থা গ্রহণ করা এবং ছাত্রছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণসহ বিভিন্ন মানবিক গুণাবলীর কল্যাণে তিনি হয়ে উঠেছিলেন ক্যাম্পাসের সফল জনপ্রিয় ভিপি ।  

বিএম কলেজের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী জানান- ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ক্যাম্পাসের সকলের কাছে আস্থা ভরসা  আর ভালবাসার আরেক নাম ছিল ভিপি মঈন তুষার।

ছাত্রসেবা থেকে শুরু করে নিজেকে নিয়োজিত করেছেন জনসেবায় । অসহায়দের পাসে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভিপি মঈন তুষার। মহামারী করোনা মোকাবেলায় নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। গভীর রাতে দুস্হ মানুষের ঘরে ঘরে  গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন ভিপি মঈন তুষার। এবছর পবিত্র মাহে রমজানে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌছেঁ দেন ভিপি মঈন তুষার। যদিও বরিশালের চলমান রাজনীতিতে মেয়র হিরন আদর্শের বলিষ্ঠ অনুসারী মইন তুষার কিছুটা কোনঠাসা রয়েছেন, তারপরও সামর্থ অনুযায়ী বিপদে আপদে বরিশাল নগরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন তিনি। 

এক প্রশ্নের জবাবে দক্ষিণ বাংলার ছাত্ররাজনীতির জনপ্রিয় নাম বাকসুর ভিপি মঈন তুষার বলেন- রাজনীতি আছে রাজনীতির জায়গায় । আমি রাজনীতিতে কিছুটা পিছিয়ে গেছি কারণ আমাকে রাজনীতিতে কোনঠাসা করে রাখা হয়েছে । তারপরও আমি জননেত্রী শেখ হাসিনার আদর্শ নিয়ে এগিয়ে যাবো নিজের গতিতে । আমি আমার যোগ্যতার মাপকাঠি অনুযায়ী  নিজেকে বরিশাল নগরবাসীর সেবায়  নিয়োজিত রাখতে চাই । বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই আমার জন্য দোয়া করবেন- যেন সবসময় নিজেকে গণমানুষের খেদমতে নিয়োজিত রাখতে পারি।

 

 6,123 total views,  1 views today