বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান আর নেই
সমাচার ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ইউরো সমাচারকে এই তথ্য নিশ্চিত করেছেন।রবিবার বিএনপির এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে হাসপাতালের সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
আব্দুল মান্নানের জামাতা ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীমের বরাত দিয়ে চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান,মরহুম আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা আজ বুধবার বেলা ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে, তৃতীয় নামাজে জানাজা বিকাল ৩টায় ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-নবাবগঞ্জ, চতুর্থ এবং শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে। পরে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে সহধর্মিনীর কবরের পাশে সমাহিত করা হবে।
বিএনপি নেতা আব্দুল মান্নানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
অন্যদিকে অষ্ট্রিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বিএনপি যুক্তরাজ্য শাখার যুগ্ন সাধারন সম্পাদক হাসনাত কবির খান রিপন এক শোক বার্তায় আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।
এদিকে অষ্ট্রিয়া থেকে বিএনপি অষ্ট্রিয়ার সাবেক সদস্য সচিব রেজাউর রহমান পলাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন অষ্ট্রিয়া বিএনপি নেতা নেয়ামুল বশির, এছানউল্লাহ আলমগীর, মোহাম্মদ মোস্তফা, হানিফ ভুঁইয়া, রেজাউর রহমান পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
আব্দুল মান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ছিলেন। অবসরে যাওয়ার পর তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা-২ আসন থেকে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।আবদুল মান্নান রোটারীর সাবেক ডিস্টিক গভর্নর, সাউথ এশিয়ান ফোরাম অব একাউন্ট এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
6,114 total views, 1 views today