লালমোহনে ‘বঙ্গমাতার’ জন্মবার্ষিকী উপলক্ষে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন-এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট ২০২০ সকালে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ভোলা-৩, (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বাধীন বাংলাদেশ গড়তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের অবদান অপরিসীম। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ত্যাগ ও অবদান ছিল অবিস্মরণীয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে জাতির জনক ও বঙ্গবন্ধু হতে পর্দার অন্তরাল থেকে সাহায্য করেছেন যিনি তিনি হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। বঙ্গবন্ধু যখন বারবার কারাবরণ করে কারাগারকে আপন করেছিলেন, তাঁর অবর্তমানে বিচলিত না হয়ে পরিবার ও দেশের মানুষকে সাহস যুগিয়ে ছিলেন বঙ্গমাতা।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৬টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিজ উদ্যোগে ১৪টি সহ ২০ জন নারীর হাতে ২০টি সেলাই মেশিন তুলে দেন এমপি শাওন। পরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দোয়া মাহফিলে অংশগ্রহণ ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী সহ বিভিন্ন নেতাকর্মীরা।
6,104 total views, 1 views today