ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ

 বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ  ৮ আগস্ট ২০২০ ঝালকাঠিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।                                     

শনিবার সকাল ১০টায়া ঝালকাঠি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রির কর্মসূচি শেষে জেলার ৪টি উপজেলায় ৮টি করে ২৪টি শেলাই মেশিন এবং ২০জন মহিলাকে ২ হাজার টাকা করে ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।                                        

জেলা প্রশাসক মোঃ জোহর আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লীগেরে সাধারণ সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু একাডেমির আয়োজনে এই অনুষ্ঠানে সরকারী শীর্ষ কর্মকর্তা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। 

 

 5,612 total views,  1 views today