সাভারে পানিবন্দি অসহায় মানুষের মাঝে পৌর মেয়রের ত্রাণ বিতরণ

 সাভার প্রতিনিধি মোঃ জীবন হাওলাদার: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের উপদ্রবের মধ্যেই সাভার পৌরসভার আশপাশের এলাকায় দেখা দিয়েছে বন্যার প্রকোপ।বানভাসি মানুষের দুর্দশা দূর করতে আগে থেকেই প্রস্তুত ছিল সরকার। সেই লক্ষ্যে বানভাসি মানুষের দুর্দশায় সাভার পৌর এলাকায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আব্দুল গনি। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুরে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের টেউটি ও বাড্ডা এলাকার ঘরেবন্দি শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাভার পৌরসভা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা, সাভার উপজেলা আইসিটি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন ও সাভার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ।

পানিবন্দি মানুষের জন্য ত্রাণ সামগ্রীতে পণ্য তালিকায় ছিলো, চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, ২ প্যাকেট চিড়া ও ১ প্যাকেট নুডুলস। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গনি বলেন, মানুষের ঘরবাড়ি, জমিজমা ডুবে গেছে। ফসল বিনষ্ট হয়েছে।

একদিকে করোনা, অন্য দিকে বন্যায় মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। তিনি আরো বলেন, বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত ত্রাণ দেওয়া এবং পরবর্তিতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণ ও কৃষি পুনর্বাসনের জন্য পদক্ষেপ নিতে সরকারের উচ্চ মহলে অনুরোধ জানাবো।

 6,065 total views,  1 views today