জাতীয় কবি মহারাজনীতিক ছিলেন :নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী
ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মহারাজনীতিক ছিলেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন সারাবিশ্বে সমাদৃত হতো তাঁর রাজনৈতিক দর্শন, সফল হতেন রাজপথেও। তাঁর সততা ও সৃজনশীলতার রাজনীতি তারুণ্যের শক্তি হিসেবে ব্যাপক কর্মস্পৃহা তৈরি করছে। কেননা, নজরুল কেবল কবি নন, তিনি মহারাজনীতিক হিসেবে ব্যাপক কাজ করেছেন।
২৭ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির কার্যালয়ে অনুষ্ঠিত ‘তারুণ্যের রাজনীতিকদের জন্য নজরুলের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রাজেন্দ্র চন্দ্র, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব নিপুন মিস্ত্রি, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি লিটা দত্ত, কাজী নিলীমা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় কবিকে নিবেদিত কবিতা পাঠে অংশ নেন, নতুনধারা বাংলাদেশ এনডিবি, জাতীয় সাংস্কৃতিকধারা, জাতীয় তথ্যধারা, অনলাইন প্রেস ইউনিটি ও ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সাউন্ডবাংলা’র নেতৃবৃন্দ।
6,247 total views, 1 views today