লালমোহনে চিত্ত রঞ্জন দত্ত এর প্রয়াণে মৌন অবস্থান কর্মসূচি পালন

 জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম ৪ নম্বর সেক্টর কমান্ডার, মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব:) চিত্ত রঞ্জন দত্ত (সি.আর.দত্ত) বীর উত্তম এর প্রয়াণে তার প্রতি সম্মান জানাতে কালোব্যাজ ধারন করে দাঁড়িয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সারা দেশের ন্যায় একযোগে মঙ্গলবার বিকাল ৩ টায় ভোলার লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে লালমোহন কেন্দ্রীয় শ্রী শ্রী মদনমোহন জিউ মন্দির প্রাঙ্গণে এ মৌন অবস্থান কর্মসূচি পালন করা হয়। মৌন অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধসহ লালমোহন উপজেলার হিন্দু সম্প্রদায় বৃন্ধ।

উল্লেখ্য গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।    

 

 6,231 total views,  1 views today