সাংবাদিক জুলহাস হত্যার দ্রুত বিচার দাবী, অনলাইন প্রেস ইউনিটির
ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিক জুলহাস উদ্দীনকে গলা কেটে হত্যার নিন্দা ও দ্রুত বিচার দাবী করেছেন অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ৩ সেপ্টেম্বর ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব পলাশ ভৌমিক এক যৌথ বিবৃতিতে বলেছেন, নির্মম মৃত্যুর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা কারোই কাম্য নয়। সর্বশেষ সাংবাদিক জুলহাসকে করোনা পরিস্থিতির সকল চেষ্টাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গলা কেটে হত্যার যে উদাহরণ টানা হয়েছে তা সত্যিই সাংবাদিকদের জন্য বেদনাকালের সূচনা করলো। দ্রুত বিচার না হলে অতিতের রুণি-সাগর হত্যাকান্ডের আসামীদের মত এরাও পার পেয়ে যেতে পারে; যা আমরা প্রত্যাশা করি না। আমরা চাই বিচারের সংস্কৃতি তৈরি হোক। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা, সরকারীভাবে ভাতা সহ অনলাইন প্রেস ইউনিটির সকল দাবীও সরকারের মেনে নেয়া এখন দায়িত্ব।
এদিকে অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং ইউরো সমাচার পত্রিকার চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক জুলহাস উদ্দীনকে গলা কেটে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আয়োতায় আনার জোড় দাবি জানাচ্ছি ।
6,298 total views, 1 views today