না ফেরার দেশে চলে গেল পটুয়াখালী পৌরসভার সচিব হেলাল উদ্দিন

ইউরো সমাচার পত্রিকার সম্পাদক এবং অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদকের গভীর শোক প্রকাশ

নিউজ ডেস্কঃ ভোলা লালমোহনের সেকান্দর   হাওলাদারের সন্তান , আজ ৪ সেপ্টেম্বর  শুক্রবার  ভোর  ৫:২০  মিনিটে পটুয়াখালী পৌরসভার সচিব হেলাল উদ্দিন হাওলাদার  ঢাকায় কমপোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । 

ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচারের সম্পাদক মাহবুবুর রহমান, হেলাল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন । এক শোকবানীতে তিনি বলেন,হেলাল ছিল আমার ছোট ভাইয়ের মত, আত্মার  আত্মীয়, পোশাকে,কথায়, আচরণে ছিল মার্জিত। হিংসা-বিদ্বেষ মুক্ত,ভদ্র, বিনয়ী,পজিটিভ একজন শুদ্ধ চিন্তার মানুষ। পটুয়াখালী পৌরসভায় অত্যন্ত জনপ্রিয় মুখ ।তিনি আরও বলেন, পটুয়াখালী থেকে আমার সাথে প্রায় কথা হত হেলালের, ওর অকাল মৃত্যুর সংবাদ শুনে আমি বাকরুদ্ধ,আমার দু’চোখ অশ্রুসিক্ত, মহান রাব্বুল আলামিন ওকে জান্নাতুল ফেরদাউস দান করুন,আমিন । হেলালের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।

অন্যদিকে অষ্ট্রিয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির  এক শোক বাণীতে পটুয়াখালী পৌরসভার সচিব হেলাল উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান ।   

 7,300 total views,  1 views today