ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটি গঠন
হাসান সভাপতি, মিজান সম্পাদক
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তজুমদ্দিন উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। মোঃ ইশতিয়াক হাসান কে সভাপতি ও মোঃ মিজান পোদ্দার কে সাধারণ সম্পাদক করে আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ভোলা জেলা শাখার আহবায়ক মোঃ আবু ছায়েম ও যুগ্ম আহবায়ক আবিদুল আলম আবিদ, মুজাহিদুল ইসলাম তুহিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।
এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর পরেই ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার।
6,476 total views, 1 views today