ঝালকাঠি জেলার ৫০ জন খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান
বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার ৫০ জন খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের প্রত্যেককে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডিসি মো: আরিফুল ইসলাম। ভার্চুয়াল পদ্ধতিতে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্য রাখেন। উদ্ধোধক ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। অন্যদের মধ্যে মহিলা ক্রীড়া সংস্থার সম্পদিকা ইসরাত জাহান সোনালী ও সুবিধাভোগীদের পক্ষ থেকে মো: আবু সহিদ বক্তব্য রাখেন।
6,852 total views, 1 views today