অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী রুডল্ফ আনস্কোবারের মতে রাজধানী ভিয়েনা এখন কমলা জোনে !

 অন লাইন ডেস্ক থেকে,কবির আহমেদঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার দ্বিতীয় প্রাদুর্ভাবে সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি অব্যাহত রহিয়াছে। আজ সমগ্র অস্ট্রিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫০২ জন। এর মধ্যে রাজধানী ভিয়েনাতেই সংক্রমিত হয়েছেন ২৫৮ জন। গতকাল ভিয়েনাতে সংক্রমিত হয়েছিলেন ৩৪০ জন।

আজ ভিয়েনায় অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে ভিয়েনার সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি কিছুটা ইঙ্গিত দিয়ে বলেন,আগামী শুক্রবার অস্ট্রিয়ার করোনা কমিশনের বৈঠকের পর ভিয়েনা রাজ্যকে করোনার ট্র্যাফিক লাইটের কমলা রঙের জোনে ঘোষণা করা হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন,এই মহামারীটিকে কারও অবমূল্যায়ন করা উচিত নয়। তাহলে মস্তবড় ভুল হবে। সমগ্র ইউরোপে বর্তমানে করোনার সংক্রমণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে,যা আমরা কখনই আশা করিনি।

বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন কমলা জোন ঘোষণার সাথে সাথেই কিছু বিধিনিষেধ আরোপ হওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও বলেন Tirol রাজ্যের Kufstein জেলা ও ভিয়েনার করোনা পরিস্থিতির চরম অবনতির দিকে ধাবিত হচ্ছে। তবে সম্ভবত Kufstein জেলা হলুদ জোনেই থাকছে। তবে Tirol রাজ্যের গভর্নর গুন্থার প্ল্যাটার সংবাদ সংস্থা এপিএ কে জানান,আগামী শুক্রবার থেকে প্রাদেশিক রাজধানী Innsbruck কে করোনার সবুজ জোন থেকে হলুদ এ স্থানান্তরিত করা হবে। কেননা Innsbruck শহরেও করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। আজ এই রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮ জন এবং বর্তমানে এখানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৫৩ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০,৫৮৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭৪৭ জন। আজ কেহ করোনায় মৃত্যুবরণ করেন নি। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ২৫,৭৬৪ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪,০৭২ জন। বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় আছেন ৩৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৭ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।

 7,914 total views,  1 views today