সেভ দ্য রোড গঠনকল্পে মৌলভীবাজারে ক্যাম্পেইন
মৌলভীবাজার থেকে,নিজস্ব প্রতিনিধিঃ সেভ দ্য রোড জেলা শাখা গঠনকল্পে মৌলভীবাজারে দিনব্যাপী ক্যাম্পেইন করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় চৌমুহনায় আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও উপদেষ্টা আবদুল হামিদ মাহবুব। মহাসচিব শান্তা ফারজানার নেতৃত্বে জেলা কমিটির সমন্বয়ক রুবেল রানা চৌধুরী, মজিবুল হক, রফিকুল ইসলাম রেজা প্রমুখ শ্রীমঙ্গল, কমলগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেটের পাশাপাশি সদস্য ফর্ম প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ বই উপহার প্রদান করেন।