টিকটক কাটিং বর্জনের জন্য লালমোহনের নরসুন্দরদের প্রতি নবাগত ওসি মুরাদের আহবান

রিপন শান,ব্যুরো চীফ বরিশালঃ যোগদানের প্রথম সপ্তাহেই একটি ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ নিলেন ভোলা জেলার লালমোহন থানার নবাগত অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ । সম্প্রতি লালমোহনের গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রাণবন্ত পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন- লালমোহনকে অপরাধমুক্ত করার জন্য আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বেশকিছু সামাজিক একশান নেবো । এলাকার ছাত্রসমাজকে সন্ধ্যার পরে যত্রতত্র অকারণে আড্ডাবাজি বন্ধকরণ এবং যুবসমাজকে নেশার ছোবল থেকে রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন তিনি ।
পদক্ষেপের অংশ হিসেবে লালমোহন থানা এলাকায় ছাত্র, তরুণ এবং যুব সমাজের নৈতিক অধঃপতন ও সামাজিক অবক্ষয় রোধে টিকটক চুলের কাট দেয়া পরিহার করার জন্য নরসুন্দর সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন সদ্য যোগদানকৃত লালমোহন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
লালমোহন থানা ভবন হলরুমে ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহনের সর্বস্তরের নরসুন্দরকে সতর্ক করে অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানিয়ে দেন- কোনক্রমেই কোনপ্রকার বখাটে কাটিংকে বরদাশত করা হবে না । একটি সুন্দর সমৃদ্ধ শান্তিপূর্ণ সমাজ গঠনে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে । টিকটিক কাটিং তরুণ কিশোরদের বিপথে চালিত করে । এলাকার নরসুন্দররা এই বিশ্রী কাটিং দেয়া বর্জন করলে আমাদের সমাজ উপকৃত হবে । সভ্যতা বিকশিত হবে । একটা বিব্রতকর অপসংস্কৃতি থেকে জাতি মুক্তি পাবে ।
এসময় তিনি এলাকার নরসুন্দরদের বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ।
এদিকে, তারুণ্যের অবক্ষয় ও অপসংস্কৃতি রোধে লালমোহন থানার তারুণ্যদীপ্ত নবাগত অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের সামাজিক উদ্যোগকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়েছেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি, লালমোহন প্রেসক্লাব, লালমোহন রিপোর্টার্স ইউনিটি, লালমোহন মিডিয়া ক্লাব, লালমোহন সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
7,076 total views, 1 views today