চরফ্যাশনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
মোঃ তরিকুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ৬ মাস থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকেই ভিটামিন এ খাওয়াতে হবে৷
বৃহস্পতিবার (১অক্টোবর) বেলা ১১ টায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ইউএইচও’র অফিস কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ অবহিত করণ ও কর্মপরিকল্পনা সভায় আলোচনা করা হয়৷
সভায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, ইমাম, এনজিও কর্মী ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন৷
সভায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ৪ অক্টোবর থেকে ১৭অক্টোবর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (১লাখ আইইউ মাত্রা) এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল (২ লাখ আইইউ মাত্রা) খাওয়ানো হবে৷
শিশুর জন্মের পরপরই (১ ঘণ্টার মধ্যে) শিশুকে শালদুধ খাওয়ানোসহ প্রথম ৬ মাস শিশুকে শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেয়া হয়।
বক্তারা উক্ত ক্যাম্পেইন সম্পর্কে এবং শতভাগ শিশু জাতীয় ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণের লক্ষ্যে প্রচার অভিযানে ভূমিকা রাখতে বিশেষ করে গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম এবং সুধী সমাজকর্মীদের প্রতি আহ্বান জানান৷
6,857 total views, 1 views today