জলবায়ুর বিরূপ প্রভাব হুমকিতে উপকূলীয় অঞ্চলের জেলেরা

 মোঃ তরিকুল ইসলাম,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ জলবায়ুর বিরূপ প্রভাবে হুমকির মুখে জেলে জীবন । ধারাবাহিকভাবে নদী ও সমুদ্রে জীবিকা নির্বাহের পট পরিবর্তন হচ্ছে জলবায়ু পরিবর্তনে। এমনটাই দাবি করছেন চরাঞ্চলের জেলেরা। বন্যা, ঝড় জলোচ্ছ্বাস , টর্নেডোর তাণ্ডব, নদী ভাঙন ও জোয়ারের গতির তীব্রতায় নদী-সমুদ্রে মাছ উৎপাদন কমে যাওয়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। একমাত্র পেশা জেলে জীবন ছেড়ে অন্য পেশা বেছে নিচ্ছেন অনেক জেলে।এছাড়া বিকল্প কর্মসংস্থান খুঁজে না পাওয়ায় কোন কোন জেলে মানবেতর জীবন যাপন করছেন।

দ্বীপ জেলা ভোলা চরফ্যাশন উপজেলার নদী ও সমুদ্র মোহনায় মাছ ধরে জীবিকা নির্বাহকারী জেলেরা জানান, নদী প্রকৃতির জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশের সঙ্গে মানুষের অযাচিত আচরণের কারণে। যার জন্য বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। তারা পরিবার নিয়ে শঙ্কিত।বাধ্য হয়ে বদলাতে হচ্ছে জীবন-জীবিকা।

ভাঙন কবলিত নদী উপকূলে বসবাসরত জেলেদের প্রতি বছরে একাধিকবার বসতবাড়ি অন্যত্র স্থাপন করতে হয়। সেই সঙ্গে জেলে শিশুরাও স্বপ্ন ভাঙা শৈশবের স্মৃতি বয়ে বেড়ায় সাড়া জীবন। উপকূলের জনজীবনটাই যেন দুঃস্বপ্ন। হাতছানি দিয়ে ডাকে অন্ধকারে নিমজ্জিত কোনো এক সভ্যতায়। এমনটাই বলছেন ধারাবাহিক জীবনে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার জেলেরা।

 

চরফ্যাশনের বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের ভোলা জেলা সহকারী পরিচালক রাশিদা বেগম জানান, কার্বনের উষ্ণতায় মেরু অঞ্চলের বরফ গলে নদী ও সাগরের পানির উচ্চতা বাড়ছে। নানা দুর্যোগে বন্যা, খরা, ঝড় জলোচ্ছ্বাস ও টর্নেডো এবং লবণাক্ততা বাড়ার ফলে জলবায়ু পরিবর্তনের ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে খেটে খাওয়া সাধারণ মানুষের।

 

 7,750 total views,  1 views today