সারাদেশের ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ৭১ চেতনার মানববন্ধন
বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূ কে বিবস্ত্র করে ধর্ষণ ও ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া সহ সমসাময়িক অসংখ্য সংগঠিত ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজ ৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় ৭১’র চেতনা, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা দুলাল সাহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, উদীচী জেলা সভাপতি গোলাম সাঈদ খান, জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক উজ্জল মজুমদার, ৭১ এর চেতনার সভাপতি গোপালচন্দ্র দে, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিস্টি, সহসভাপতি আনজুম রিমন, শান্তা ইসলাম, লুৎফুনাহার ঐশি, ফাতিমা নিশি ও অাবু বকর সিদ্দিক। মানবন্ধন থেকে প্রত্যকের নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
8,009 total views, 1 views today