জামিনে মুক্ত ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ
সাভার প্রতিনিধি মোঃ জীবন হাওলাদার: দীর্ঘ ৪৯ দিন কারাভোগের পর জামিনে মুক্ত ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রাশেদ।আজ বুধবার(৭ই অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন।
ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ বিভিন্ন মামলায় গত ১৯শে আগস্ট দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘ ৪৯ দিন কারাভোগের পর আজ দুপুরে জামিনে মুক্ত হন।
তার মুক্তিতে ঢাকা জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এছাড়াও সাভার থানা ছাত্রদল, সাভার পৌর ছাত্রদল, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল, আশুলিয়া থানা ছাত্রদল, সাভার থানা যুবদল, সাভার পৌর যুবদল, আশুলিয়া থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হাসিবুর রহমান খান বলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ ভাইকে অন্যায় ভাবে দীর্ঘ ৪৯ দিন কারাগারে বন্দী করে রাখে এই ফ্যাসিবাদী সরকার ।আজ তাকে আমরা মুক্তি করতে পেরেছি তাই আজ আমরা আনন্দিত। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাবে ঢাকা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এ বিষয়ে সদ্য কারামুক্ত ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ জানান আমি আদালতকে কে সম্মান প্রদর্শন করে আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করি কিন্তু বিজ্ঞ আদালত আমার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘ ৪৯ দিন কারাভোগের পর আজ মুক্তি পেয়েছি।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
এসময় কেন্দ্রীয় কারাগারের সামনে ফুলের মালা নিয়ে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন সরকার, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইমদাদুল হক বাবু,সাভার থানা যুবদল নেতা রনি, সাভার পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ, ইফতেখারুল ইসলাম মিন্টু, সাভার পৌর যুবদল নেতা আলমগীর ,মিন্টু মিয়া,আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু হানিফ লিপু, ঢাকা জেলা ছাত্রদল নেতা রাকিব খন্দকার, সাভার কলেজ ছাত্রদল নেতা হাসিবুর রহমান পিয়াস, ছাত্রদল নেতা মনির, মীর আল-আমিনসহ আরো অনেকে। সবাই তাদের নেতাকে কাছে পেয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং আনন্দ উল্লাস করেন।
8,551 total views, 1 views today