চাঁদপুর জেলায় পদক্ষেপ বাংলাদেশ-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রিপন শান,ব্যুরো চীফ বরিশালঃ আজ ১৪ অক্টোবর পদক্ষেপ বাংলাদেশ-এর উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে চাঁদপুর জেলা শাখা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করে সন্ধ্যা ৭টা, রসুইঘর রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে। আলোচনা, সাংকৃতিক পর্ব ও কেক কাটার মাধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সংস্কৃতিজন, উপদেষ্টামন্ডলীর সদস্য, নির্বাহী সদস্য ও শিশুশিল্পীরা।
কালে-কালান্তরে-মাটি-মানুষে সমৃদ্ধ…’ এই মূলমন্ত্রে ‘পদক্ষেপ বাংলাদেশ’ দেড় যুগ ধরে কাজ করে যাচ্ছে নিরন্তর। ‘পদক্ষেপ বাংলাদেশ’ ইতোমধ্যে পথচলার ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পদার্পণ করেছে। বর্ষপূর্তি লক্ষে সারাদেশে সংগঠনের শাখা সমূহ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসুচি পালন করেছে।
২০০১ সালের ১৪ অক্টোবর কয়েকজন তারুণ্য দীপ্ত সংস্কৃতি কর্মীর হাত ধরে বাদল চৌধুরী’র নেতৃত্বে যাত্রা শুরু করে ‘পদক্ষেপ বাংলাদেশ’ আজ প্রতিষ্ঠার উনিশ বছর পূর্তি উৎসব পালন করছে। সূচনা লগ্ন খুব একটা কুসুমস্তির্ণ ছিল না। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ‘পদক্ষেপ বাংলাদেশ’ আজকের অবস্থানে এসেছে।
অন্য এক আগামীর পথ ধরে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত‘পদক্ষেপ বাংলাদেশ’ স্বপ্ন দেখে একটি সুন্দর, স্বপ্নীল, শোষণহীন, শান্তি ও মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ডিজিটাল বাংলাদেশের। যে বাংলাদেশের বুক ভরে উঠবে সুস্থ সংস্কৃতির পত্র পল্লবে। চর্চা হবে সম্প্রীতি ও সাম্যের। গড়ে উঠবে একটি নতুন সাংস্কৃতিক প্রজন্ম। ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর বিভিন্ন আয়োজন, কর্মসূচী ব্যতিক্রম ও বৈচিত্র্যময়।
নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার ধারাকে পৌঁছে দিতে ‘পদক্ষেপ বাংলাদেশ’ কাজ করে যাচ্ছে নিরন্তর। প্রতিষ্ঠার শুরুতে আমাদের কার্যক্রম সীমিত থাকলেও এখন তা বেড়েছে অনেকগুণ। দিন দিন ব্যাপকতর হচ্ছে আমাদের কর্ম পরিধি। এখানে সংস্কৃতি চর্চা চলে ধারাবাহিক, নিয়মতান্ত্রিক এবং আনন্দমুখরতার সাথে।
‘পদক্ষেপ বাংলাদেশ’-এর স্বাপ্নিক কর্মীরা বাঙালি সংস্কৃতির বীজ বুনে চলছে নিরন্তর। আমরা স্বপ্ন দেখি- নতুন দিনের; কাব্য লিখি- আলো বর্ষণের; অঙ্গীকারের দৃপ্ত আলো ছড়াই দেশময়-বিশ্বময়। সুস্থ-সংস্কৃতির সাবলীল চর্চা কেন্দ্র আমাদের এই প্রিয় সংগঠনে স্পর্শ রয়েছে সংস্কৃতির জীবন্ত কিংবদন্তিদের।
ইতোমধ্যে সংগঠনের সফল আয়োজন ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব’, পদক্ষেপ জাতীয় তবলা উৎসব, পদক্ষেপ জাতীয় শিশু উৎসব, মাতৃভূমি উৎসব, জাতীয় গাশ্বী উৎসব, মাসব্যাপী পদক্ষেপ বইমেলা, বিজয় মাসের প্রথম প্রভাত, স্বাধীনতার কথামালা প্রভৃতি অনুষ্ঠান।
পদক্ষেপ বাংলাদেশ-এর সৃজনশীল কর্মের মাধ্যমে ব্যক্তি-গোষ্ঠী-সমাজ-দেশকাল-প্রকৃতির অসঙ্গতি-অন্যায়-অত্যাচার চুকে যাক। সত্য-সুন্দর স্বপ্নের ফুল চন্দন আর মানবতার বাণী ছড়িয়ে পড়ুক কাল থেকে কালান্তরে, দেশ থেকে দেশময়-বিশ্বময়।
9,101 total views, 1 views today